বাংলাদেশের নারী ক্রিকেট দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, যা ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফিকেশন নিয়েও গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হার বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সমীকরণ জটিল করে দিয়েছে।
বাংলাদেশের জন্য এখন সবকিছু নির্ভর করছে বাকি দুটি ম্যাচের উপর। দুটি ম্যাচেই জিততে না পারলে টাইগ্রেসদের বাছাইপর্বে অংশগ্রহণ করতে হতে পারে। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে। তবে, ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩১.৪ ওভারে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়।
বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল শারমিন আক্তারের ৭০ বলে ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হিলি ম্যাথিউজ ৯৩ বলে ১০৪ রান করেন অপরাজিত থেকে, আর শারমেইন ক্যাম্পবেলে ১৪ বলে ১৮ রান করেন অপরাজিত থেকে। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে গেল।