বলিউডের তারকাদের বিয়ের অনুষ্ঠানে রকমারি আয়োজন ও আনন্দের হোড়গোল চোখে পড়ে। সম্প্রতি, আদর জৈন এবং আলেখা আডবাণীর বিয়েতে এমনই এক জমজমাট পরিবেশ লক্ষ্য করা গেছে, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক বিখ্যাত তারকা, যেমন: কারিনা কাপুর, সাইফ আলি খান, নীতু কাপুর, রেখা, সুহানা খান, এবং অনন্যা পান্ডে।
তবে এই বিয়ের অনুষ্ঠানে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। আলিয়া পরেছিলেন ডিজাইনার সব্যসাচী-র হালকা গোলাপি শাড়ি, যার সঙ্গে হীরের নেকলেস এবং ছোট হীরের দুল ছিল। আর রণবীর কাপুর উজ্জ্বল সবুজ পাঞ্জাবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিলেন। দু’জনের একসঙ্গে উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানের শোভা বাড়িয়ে দেয়।
তবে এটাই শেষ নয়, পাপারাৎজির ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেওয়ার সময়, একজন ফটোগ্রাফার তাদের ‘নম্বর ১ জুটি’ বলে প্রশংসা করলে আলিয়া লজ্জায় লাল হয়ে যান। এরপর, ফটোগ্রাফাররা রণবীরকে একা ছবি তুলতে বললে, রণবীর রসিকতা করে বলেন, ‘পাগল হ্যায় কেয়া?’ (পাগল নাকি?), যা শুনে আলিয়া হেসে ফেলেন এবং সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আদর-আলেখার বিয়ের অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যরা জমিয়ে আনন্দ করেছেন, বিশেষ করে মেহেন্দি অনুষ্ঠানে। এটি ছিল তাদের জন্য একটি বিশেষ দিন, যেখানে আনন্দের কোনো কমতি ছিল না।