চলচ্চিত্রাঙ্গন থেকে দীর্ঘ সময় আড়ালে থাকা জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অবশেষে প্রকাশ্যে জানালেন তাঁর বিয়ের কথা। চার বছর ধরে গুঞ্জন চললেও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি। তবে পারিবারিক টানাপোড়েন, ভয়াবহ অভিজ্ঞতা আর জীবনের অনিশ্চয়তা থেকে বাঁচতে ২০২০ সালে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে পপি বলেন, ২০১৯ সালে তাঁর পরিবারে এক ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে বড় অঙ্কের টাকা চুরি হয়। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পরিস্থিতি জটিল হতে থাকে। একসময় মনে হয়, পরিবারের মধ্যেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তখন থেকেই তাঁর পাশে দাঁড়ান আদনান কামাল, যিনি পরে তাঁর জীবনসঙ্গী হন।
পপি জানান, পারিবারিক সম্পত্তি ও টাকার হিসাব নিয়ে যখন ঝামেলা তুঙ্গে, তখন আদনানই তাঁকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন। পরিবার থেকে নিরাপত্তার অভাব অনুভব করায় একসময় তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তবে আদনানের সাহস ও সমর্থন তাঁকে বেঁচে থাকার নতুন আশা দেয়।
২০২০ সালের নভেম্বরে বাড়িতে কাজি ডেকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। পপি বলেন, “আমার মা এই বিয়ে চাননি। তবে তখন আমার সামনে দুটি পথ ছিল— হয় নিজের জীবন শেষ করা, নয়তো নতুনভাবে বাঁচার পথ খোঁজা। আমি দ্বিতীয় পথটি বেছে নিয়েছি।”
বিয়ের পর সংসার ও ব্যক্তিগত জীবনকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। সিনেমায় ফেরার বিষয়ে তাঁর বক্তব্য, “আমার স্বামী যদি না চান, তাহলে সিনেমায় কাজ করব না।”
পপি ও আদনানের সম্পর্ক দীর্ঘদিনের। সাত বছর আগে তাঁদের পরিচয়, এরপর তিন বছর পরিণয়ের পরিণতিতে গড়ায়। পারিবারিক বন্ধু থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার এই যাত্রায় আদনানই ছিলেন পপির সবচেয়ে বড় আশ্রয়।
(সাক্ষাৎকারের পরবর্তী অংশ প্রকাশিত হবে আগামীকাল)