বিপিএল ২০২৫ এর প্রথম দুটি পর্ব শেষে, রংপুর রাইডার্স দাপটের সাথে শীর্ষে অবস্থান করছে। ৭ ম্যাচে সর্বাধিক জয় নিয়ে তারা সবার উপরে, অন্যদিকে ঢাকা ক্যাপিটালস একমাত্র দল যাদের ৭ ম্যাচে ৬টি হার রয়েছে। চিটাগাং কিংস ও ফরচুন বরিশালের পয়েন্ট ৬, এবং খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, রাজশাহী এবং দূর্বার দলের পয়েন্ট ৪।
রংপুর রাইডার্সের জয়রথ থামানোর জন্য কেউই যথেষ্ট শক্তিশালী হয়নি। তারা এখন পর্যন্ত ৪টি দলের সাথে ৭ ম্যাচ খেলেছে, এবং প্রতিটিতেই জয় লাভ করেছে। তাদের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স দুর্দান্ত।
ব্যাটিংয়ে রংপুরের ৪ ব্যাটার শীর্ষ দশে রয়েছেন— সাইফ হাসান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ। বোলিংয়ের ক্ষেত্রে রংপুরের ৫ বোলার— খুশদিল শাহ, নাহিদ রানা, শেখ মাহদি হাসান, সাইফউদ্দীন এবং আকিফ জাভেদ শীর্ষ দশে স্থান পেয়েছেন।
এই অতুলনীয় পারফরম্যান্সের সাথে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের সাহসী নেতৃত্ব দলটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই তারা শীর্ষে রয়েছে এবং বিপক্ষ দলগুলোর জন্য তাদের আটকানো এখন এক কঠিন চ্যালেঞ্জ।