বিপিএলে টানা দুই দিনের খেলার পর আজ একদিনের বিরতি। ফিকশ্চার অনুযায়ী প্রতি দুইদিন খেলার পর একদিন বিরতি রাখা হয়েছে, সম্ভবত পিচ ও আউটফিল্ডের চাপ কমাতে।
আগামীকাল বৃহস্পতিবার আবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১:৩০-এ ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।
প্রথম দুই দিনে রংপুর রাইডার্স দুটি ম্যাচে জয়লাভ করেছে। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স একটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসসহ চার দল এখনো জয়ের মুখ দেখেনি।