চলমান বিপিএলের সিলেটপর্বে টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে বিসিবির কিছু কার্ডধারী কর্মীর বিরুদ্ধে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কালোবাজারির মাধ্যমে দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রির ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা। অভিযোগ রয়েছে, এসব কর্মীরা ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দেয়ার নাম করে দর্শকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের পাশে এক কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন উত্তেজিত জনতা। পরে জানা যায়, ওই কর্মী বিসিবির কার্ডধারী। তাকে দ্রুত স্টেডিয়ামে দায়িত্বরত অন্য নিরাপত্তাকর্মীরা নিজেদের হেফাজতে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালে এক কর্মী ২০০০ টাকার বিনিময়ে ভিআইপি গ্যালারিতে বসার সুযোগ দেওয়ার প্রস্তাব দেন। সাংবাদিক পরিচয় জানার পর তিনি দ্রুত নিজ অবস্থান অস্বীকার করতে থাকেন।
সিলেট স্টেডিয়ামের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী জানান, অভিযুক্ত কর্মী ঢাকায় বিসিবি থেকে কার্ড নিয়ে এসেছিলেন। তার আইডি কার্ড জব্দ করা হয়েছে এবং বিষয়টি ঢাকার অফিসে জানানো হয়েছে। পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকায় বিপিএলের শুরুর দিকে টিকিট নিয়ে নানা অনিয়ম ও বিক্ষোভের ঘটনা ঘটলেও সিলেটে টিকিট কালোবাজারির বিষয়টি এবার প্রথমবারের মতো সরাসরি ধরা পড়ল। টিকিটের অনিয়ম রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ দর্শকরা।