বিপিএল ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন নাইম ইসলাম। দীর্ঘ ১২ বছর পর তিনি ফিফটি স্পর্শ করেছেন, যা বিপিএলের রেকর্ডবুকে নতুন এক অধ্যায় যোগ করেছে। রাজশাহীর বিপক্ষে ৪১ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি, কিন্তু তার এই ইনিংসের গুরুত্ব ছিল অনেক বেশি। নাইমের এই ফিফটি তার দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া, এবং বিপিএলের ইতিহাসে দুই ফিফটির মাঝে সবচেয়ে বড় ব্যবধান রেকর্ড করা হলো।
বিপিএলে এই মুহূর্তের আগে, দুই ফিফটির মধ্যে সবচেয়ে বড় ব্যবধান ছিল আফগান তারকা মোহাম্মদ নাবিরের ২,৬২৫ দিনের ব্যবধান। নাইম ইসলামের ফিফটির পর, বিপিএল ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘ বিরতির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয় ক্রিকেটের এক সময়কার উজ্জ্বল নক্ষত্র, ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান আজকের দিনে শুধুমাত্র ব্যাট হাতে নয়, বল হাতে থেকেও দারুণ প্রদর্শনী উপহার দিয়েছেন। ৬ রানে ২ উইকেট তার ব্যাটিংয়ের সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। ২০১৫-১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম একাধিক উইকেট পাওয়া নাইম, ১০ বছর পর আবারও সেই অর্জনকে পুনরুজ্জীবিত করেছেন।
বিপিএল-এর এমন একটি বিরল মুহূর্ত, যেটি ক্রিকেটপ্রেমীরা বহুদিন মনে রাখবেন।