এবারের বিপিএল নানা বিতর্ক ও অনিয়মে জর্জরিত। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্র্যাঞ্চাইজিদের প্রতিশ্রুতি ভঙ্গ, বিদেশি ক্রিকেটারদের হোটেলে থেকেও ম্যাচ না খেলা—এসব ঘটনাই টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে স্পট ফিক্সিং।
বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকসু) সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর নজরদারি করছে। যদিও এখন পর্যন্ত সরাসরি কারও বিরুদ্ধে প্রমাণ মেলেনি, তবে কিছু ক্রিকেটারের আচরণ, আউট হওয়ার ধরন, অপ্রয়োজনে ওয়াইড বা নো বল দেওয়ার বিষয়গুলো সন্দেহের সৃষ্টি করেছে। বিসিবি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তদন্ত ও জিজ্ঞাসাবাদ শুরু হতে পারে।
এদিকে, এক স্থানীয় টেলিভিশন চ্যানেল ১০-১২ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে, যারা সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে, মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার।
বিসিবি এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয়, এসব সন্দেহ কতটুকু সত্যতা পায়, নাকি শুধুই গুঞ্জন থেকে যাবে!