চলতি বিপিএলে দুর্বল পারফরম্যান্সের জন্য রাজশাহীর প্লে-অফে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে। তবে দলের ব্যর্থতার মাঝেও পেসার তাসকিন আহমেদ আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০টি উইকেট নিয়ে তিনি আসরের সর্বোচ্চ উইকেটশিকারি।
এই মুহূর্তে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের। তিনি ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন। তবে তাসকিনের সামনে সেই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রয়েছে। রাজশাহী যদি গ্রুপ পর্বে বিদায় নেয়, তবুও তাদের হাতে অন্তত ৩ ম্যাচ বাকি। এই ৩ ম্যাচে মাত্র ৪ উইকেট পেলেই সাকিবকে পেছনে ফেলবেন তাসকিন।
এর আগে বিপিএলের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট শিকার করেছিলেন কেভন কুপার (২০১৫-১৬)। একই রেকর্ড গড়েছিলেন তাসকিন নিজেও ২০১৮-১৯ মৌসুমে সিলেটের হয়ে। তবে এবার তার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি।
আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তাসকিনের রাজশাহী। চলতি আসরে অপরাজিত থাকা রংপুরের বিরুদ্ধে তাসকিন কীভাবে নিজের দক্ষতা প্রমাণ করেন, সেটাই এখন দেখার বিষয়।