একটি অজেয় দল হয়ে উঠেছে রংপুর রাইডার্স। টানা জয় দিয়ে তাদের ফর্ম অব্যাহত রয়েছে। শুক্রবার তারা চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়ে টানা অষ্টম জয় লাভ করে, যা তাদের প্লে-অফ নিশ্চিত করেছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুশদিল শাহের ঝলকানো ২৬ বলে ফিফটি ও ব্যাটিংয়ের দুর্দান্ত প্রদর্শন রংপুরকে ১৬৪ রানে পৌঁছে দেয়। চিটাগং, যারা টানা চার ম্যাচ জয়ের পর উড়ন্ত ফর্মে ছিল, ১৩১ রানে থেমে যায়।
এই জয়ের মাধ্যমে রংপুর আট ম্যাচে আটটি জয় নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, এবং বিপিএলের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।