চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালে যোগ দিয়েছেন দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সিলেট পর্বের ম্যাচের আগের দিন দলটি তাকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। বিপিএল ড্রাফটে অবিক্রিত থাকা মোসাদ্দেক এখন দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।
ঢাকা ক্যাপিটালস শুরু থেকে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে এবং তাদের স্কোয়াড সিলেকশন ও বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে সমালোচনা শোনা গেছে। এখন মোসাদ্দেকের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে, যাতে দলটির পরিস্থিতি বদলানো সম্ভব হয়। এর আগে, দলের মেন্টর হিসেবে যোগ দেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল, যা ঢাকাকে নতুন উদ্যম দেয়ার জন্য সহায়ক হতে পারে।