বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষের পথে, আর এবারের আসরকে ইতিবাচকভাবেই দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসে তিনি জানান, এবারের বিপিএলে আগের তুলনায় স্কোরলাইন বড় হয়েছে, দর্শক উপস্থিতি বেড়েছে, এবং টিকিট বিক্রিতে এসেছে রেকর্ড পরিমাণ রাজস্ব। তিনি বলেন, “গত আসরগুলোর তুলনায় এবারের বিপিএলে অনেক ম্যাচে ২০০ রানের স্কোর দেখা গেছে। এটি দর্শকদের জন্য আনন্দের, পাশাপাশি আয়োজকদের জন্যও ইতিবাচক দিক।”
তবে আয়োজনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ছিল বলেও স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, “বিসিবির কাঠামোগত পরিবর্তনের কারণে দ্রুত সময়ের মধ্যে আয়োজন করা কঠিন ছিল। কিছু জায়গায় সমন্বয়ের ঘাটতি ছিল, তবে আমাদের সত্যানুসন্ধানী কমিটি সেসব বিষয় খতিয়ে দেখবে।”
এবারের বিপিএল থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও সফল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। “এটি আমাদের জন্য শেখার বিষয়। আমরা আশা করি, ভবিষ্যতে আরও ভালো বিপিএল আয়োজন করতে পারবো,”—বলেন আসিফ মাহমুদ।