বর্তমান সময়ে বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ একসঙ্গে আয়োজিত হওয়ায় অনেক তারকা খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ ২০, দুবাইয়ের আইএল টি-টোয়েন্টির মতো জনপ্রিয় লিগের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় কাইল মায়ার্স, জেসন রয়, অ্যালেক্স রসের মতো খেলোয়াড়দের পুরো সময় পাওয়া যায়নি।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও এই সমস্যার কথা উল্লেখ করে বিপিএলের সময় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। তার মতে, বিপিএল যদি অক্টোবর-নভেম্বরে আয়োজন করা হয়, তাহলে এটি অন্যান্য প্রধান লিগের সঙ্গে সাংঘর্ষিক হবে না। তিনি বলেন, “আগে বিপিএল ওই সময়েই হতো, যা তুলনামূলক ভালো সময় ছিল। তখন শুধু আবুধাবি টি-টেন থাকত, কিন্তু এখন একাধিক বড় টুর্নামেন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।”
তামিম আরও বলেন, “দলের সংখ্যা কম হলে প্রতিযোগিতা বাড়বে, ঘরোয়া ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রতি আরও আগ্রহ তৈরি হবে। ছয়টি দলের বেশি হওয়া উচিত নয়, বরং পাঁচটি দল হলে মান আরও ভালো হবে।”
বিদেশি খেলোয়াড়ের সংখ্যা প্রসঙ্গে তিনি চারজন রাখার পক্ষে মত দিয়েছেন, কারণ এটি দলের ভারসাম্য বজায় রাখে এবং প্রতিযোগিতার মান উন্নত করে।
বিপিএলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে তামিমের এই পরামর্শ কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।