দেশের ক্রীড়াঙ্গনে সক্রিয় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিপিএলে অনিয়ম রোধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে ক্রিকেটারদের পাওনা পরিশোধে গাফিলতির বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।
শনিবার রাতে শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ম্যাচ দেখতে এসে তিনি জানান, এবারের আসরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এসব সমস্যার প্রকৃত কারণ অনুসন্ধান করতে মন্ত্রণালয় ও এনএসসি থেকে একটি সত্যানুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে। ফিক্সিং সম্পর্কিত বিষয়গুলোর তদন্তে বিসিবি একটি স্বাধীন কমিটি গঠন করবে।”
ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের বিষয়ে বিশেষ নজরদারি রাখছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি রাজশাহী ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বৈঠক করেন এবং খেলোয়াড়দের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো মালিক নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিপিএলে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বিসিবি একযোগে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এসব সমস্যার সমাধান হবে এবং বিপিএল তার পুরোনো গৌরব ফিরে পাবে।