অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার জীবনের এই বিশেষ দিনে জীবনসঙ্গী হিসেবে থাকছেন পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। আজ (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।
এর আগে, রবিবার তাদের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে আমন্ত্রিতদের জন্য ছিল কড়া নিষেধাজ্ঞা— কোনো ছবি বা ভিডিও ধারণ করা যাবে না। তবে এত বিধিনিষেধ সত্ত্বেও ফাঁস হয়ে গেছে তাদের গায়েহলুদের কিছু মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ফাঁস হওয়া ছবিগুলোতে মেহজাবীন ও আদনানকে হাস্যোজ্জ্বল ও আনন্দে মেতে উঠতে দেখা গেছে। জানা গেছে, অনুষ্ঠানে একটি ব্যান্ডদলও ছিল, যা তাদের গায়েহলুদকে আরও প্রাণবন্ত করে তোলে।
নিয়ম অনুযায়ী, মেহজাবীন নিজেই প্রথমে তার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করবেন, তারপর অন্যরা তা প্রকাশ করতে পারবেন। গায়েহলুদের আয়োজনে মেহজাবীন পরেছিলেন ঐতিহ্যবাহী লেহেঙ্গা, আর আদনানকে দেখা গেছে পাঞ্জাবি-পায়জামায়।
পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের গায়েহলুদ। ঢাকার বাইরে সেই রিসোর্টে কয়েকদিন ধরেই চলছিল বিয়ের প্রস্তুতি, যেখানে বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখও উপস্থিত ছিলেন।