নারী ফুটবলে চলমান সংকট নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি বিশেষ কমিটি গঠন করেছে। সম্প্রতি, ১৮ জন ফুটবলারের বিরুদ্ধে কোচের অভিযোগ তুলে চিঠি দিয়েছিল, যার মধ্যে ৭ জন ফুটবলার আজ কমিটির সামনে তাদের বিবৃতি প্রদান করেছেন।
শুরুর দিকে সাগরিকা, সাথী, সুমাইয়া, শিউলি আজিম, মনিকা চাকমা, সানজিদা এবং অধিনায়ক সাবিনা খাতুনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বিশেষ কমিটির সামনে সুমাইয়া মাতসুসিমা ইংরেজিতে চিঠি পড়েন এবং বলেন যে, তিনি সতীর্থদের অনুরোধে ইংরেজিতে চিঠি লিখেছেন। এই ফুটবলার, যিনি জাপানি সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, তার হতাশা প্রকাশ করে বলেন যে বর্তমান পরিস্থিতি অনেক জটিল।
মনের মধ্যে ক্ষোভ থাকা সত্ত্বেও, খেলোয়াড়রা কোচের সাথে তাদের দূরত্ব এবং বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছেন। কমিটি বিষয়গুলো গভীরভাবে তদন্ত করছে এবং আগামীকাল বাকি ১১ জন ফুটবলারকে সাক্ষ্য দিতে তলব করা হবে।