বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, বিশেষ করে প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকদের ফের দেশে ফেরার ঘোষণার পর। সম্প্রতি বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, তিনি এবং আরও কয়েকজন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
ইলিয়াস তার পোস্টে স্মরণ করেন ২০১৩-১৪ সালের রাজনৈতিক পরিস্থিতি, যখন বিএনপি-জামায়াত কঠোর দমন-পীড়নের শিকার হয়েছিল বলে তার দাবি। তিনি উল্লেখ করেন, সেই সময় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদল ও শিবিরের বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছিল, কিন্তু বিচার হয়নি।
তার বক্তব্য অনুযায়ী, সেই সময় হরতাল-অবরোধের ডাক দিলেই আওয়ামী লীগের কর্মীরা সশস্ত্র অবস্থায় রাস্তায় টহল দিত, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পিকেটারদের মারধর করত। অথচ আজ পরিস্থিতি পাল্টে গেছে, তবুও বিরোধী দল সংগঠিত হতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।
ইলিয়াস তার পোস্টে আরও দাবি করেন, দেশের বাইরে থাকলেও তাদের ওপর নজর রাখা হচ্ছে এবং তাদের ‘তালিকা তৈরি’ করা হচ্ছে বলে তাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তালিকা করো, তবে মনে রেখো—হাসিনা অধ্যায় শেষ। যত হুমকি দেবে, তত বিপদ বাড়বে। খেলা হবে, আমরা দেশে ফিরছি।”
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রবাসী নেতাদের দেশে ফেরার ঘোষণা আগামী দিনের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। এখন দেখার বিষয়, এই ঘোষণা বাস্তবায়িত হয় কি না এবং এর ফলে রাজনৈতিক ময়দানে কী ধরনের পরিবর্তন আসে।