দেশে বিলুপ্ত হয়ে যাওয়া সাত প্রকারের গাছ পুনঃপ্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই গাছগুলোর মধ্যে চারটি গাছের চারা ইতিমধ্যে বিভিন্ন দেশে খুঁজে পাওয়া গেছে এবং সেগুলো দেশে আনা হবে। এসব গাছের মধ্যে রয়েছে কুরা জিরি, থুরমা জাম, গোলা অঞ্জন এবং সাতসরিলা।
বন অধিদপ্তরের উদ্যোগে, আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে এই গাছগুলোর পুনঃপ্রবর্তনের পরিকল্পনা করা হয়েছে। দেশীয় পরিবেশের সাথে মানানসই করে গাছগুলো প্রথমে বাগানে রোপণ করা হবে, পরে সেখান থেকে বীজ সংগ্রহ করে বনায়নের জন্য প্রয়োগ করা হবে।
এই গাছগুলোর মধ্যে কুরা জিরি গাছের সর্বশেষ রেকর্ড পাওয়া যায় ১৯৫৬ সালে, সাতসরিলা গাছের সর্বশেষ রেকর্ড ১৮২৩ সালে, থুরমা জাম ১৯৪১ সালে এবং গোলা অঞ্জন গাছের সর্বশেষ রেকর্ড পাওয়া যায় ১৮৭৭ সালে। বর্তমানে এই গাছগুলোর চারা মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, চীন, ফিলিপাইন, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বিভিন্ন বন প্রকল্পে নতুন গাছ রোপণ করা হচ্ছে, যার মধ্যে রক্তচন্দন গাছও অন্তর্ভুক্ত রয়েছে।