সিলেট পর্বে দুর্দান্ত পারফর্ম করে উজ্জ্বল আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে ফিরছে চিটাগাং কিংস। গতকাল সিলেটে অনুষ্ঠিত ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে জয় তুলে নেয় চট্টগ্রামের দল।
দলের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক এ ম্যাচে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ম্যাচের পর তিনি নিজের থেকে বেশি কৃতিত্ব দিলেন দলের বোলারদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, “আমার মনে হয় উইকেট এবং বাউন্ডারির বিবেচনায় এটা আদর্শ স্কোর ছিল। তবে আমাদের বোলাররা অসাধারণ কাজ করেছে। তাদের নিয়ন্ত্রণ ছিল প্রশংসনীয়। বিশেষ করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম এবং আলিস প্রতিদিনই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”
ক্লার্কের মতে, তাদের বোলাররা ১০ ওভারে মাত্র ৬৫ রান দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়, যা তাদের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চট্টগ্রামে নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ নিয়ে ক্লার্ক আরও বলেন, “দর্শকদের সামনে খেলাটা বিশেষ কিছু। আমরা আমাদের জয়ের ধারা ধরে রাখার জন্য প্রস্তুত। আশা করছি চিটাগংয়ের দর্শকদের সমর্থনে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারব।”
চট্টগ্রামের পর্বে আরও শক্তিশালী পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে চিটাগাং কিংস। বোলার ও ব্যাটসম্যানদের সমন্বয়ে তারা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।