বিপিএলের শুরুতে দুর্বার রাজশাহী ছিল প্রত্যাশার আলোয় আলোকিত। তবে সময়ের সাথে মাঠের খেলায় যতটা না চমক দেখিয়েছে, তারচেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের নাটকীয়তায়। বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি, হোটেল পরিবর্তন ও পেমেন্ট ইস্যু—সব মিলিয়ে একটি অস্বাভাবিক দিনের সাক্ষী হয়েছে বিপিএল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচে দুইজন বিদেশি খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। কিন্তু গতকালের ম্যাচে রাজশাহীর কোনো বিদেশি খেলোয়াড় মাঠে নামেননি। অভিযোগ, পেমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে তারা ম্যাচ বর্জন করেছেন। পরিস্থিতি সামলাতে বিসিবি মাঠে গাড়ি পাঠালেও শেষমেষ রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের নিয়েই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচ শেষে রাজশাহীর অন্যতম খেলোয়াড় তাসকিন তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘দিনের শুরু থেকেই পরিস্থিতি ছিল বেশ অস্বাভাবিক। আমরা শুনেছি, টাকা নিয়ে বিদেশি খেলোয়াড়দের রুমে কড়া নাড়া হয়েছে, কিন্তু কেউই দরজা খোলেনি। শেষ পর্যন্ত আমরা স্থানীয় খেলোয়াড়দের নিয়েই খেলতে নেমেছি।’
তাসকিন আরও যোগ করেন, ‘আমাদের হোটেল বুকিং নিয়ে বেশ সমস্যা হয়েছিল। শেরাটনের পরিবর্তে ওয়েস্টিনে থাকার সিদ্ধান্ত হয়। কিন্তু সেখানে সব রুম পূর্ণ থাকায় অন্য হোটেলে যাওয়া লাগে। এমন চাপের মধ্যেই জানতে পারি যে বিদেশি কেউই খেলবে না। বিসিবি থেকেও তাদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা মাঠে আসেনি।’
ম্যাচের বিষয়ে অধিনায়কের বক্তব্য ছিল ইতিবাচক। তিনি বলেন, ‘প্রথমে হতাশা থাকলেও আমরা সবাই মিলে চেষ্টা করেছি। উইকেট সহজ ছিল না। তবে টিম এফোর্টের কারণেই আমরা জয় পেয়েছি।’
শেষ পর্যন্ত নাটকীয় দিনটি জয় দিয়ে শেষ করেছে রাজশাহী। তবে বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি এবং পেমেন্ট ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্ক বিপিএলের জন্য ছিল বিব্রতকর।