রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার নিয়ে গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বিদ্রোহে অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও তাদের সহযোদ্ধারা। তারা দাবি করেছেন, এ বিচার প্রক্রিয়া এক ধরনের প্রহসন এবং সম্পূর্ণভাবে মিথ্যা মামলার ভিত্তিতে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হোক।
আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, “কেরানীগঞ্জে আদালত বসার কথা ছিল, কিন্তু পরে শোনা গেছে, ঢাকা আলিয়া মাদ্রাসায় বসবে। তবে আজ পর্যন্ত কোন আদালত বসেনি এবং আইনজীবীদেরও কিছু জানানো হয়নি,” এমন অভিযোগ তুলেছেন তারা, যা তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বিডিআর হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত ঘটনা উল্লেখ করে তারা দাবি করেছেন, বিডিআর সদস্যরা দেশবিরোধী চক্রান্তের শিকার। তাদের দাবি, যতদিন না তাদের তিন দফা দাবি পূর্ণ হবে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, ঢাকা শহরের বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এবং তারা দাবি করেছেন, মাদ্রাসার মাঠ তাদের কাছে ফেরত দেওয়া হোক। গতকাল রাতে, সেই মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস পুড়িয়ে দেওয়া হয়েছে।