মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশজুড়ে শোক ও ক্ষোভের ঝড় উঠেছে। শিশুটির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন, মোমবাতি প্রজ্বালন ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষকের দ্রুত শাস্তি দাবি করেছে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন। হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা শিশুটির হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন।
এছাড়া নারী অধিকার আন্দোলন, ধর্ষণবিরোধী মঞ্চ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনও বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে প্রতিবাদী মিছিল, মানববন্ধন এবং মশাল মিছিল আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ মিছিলে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জোরালো প্রতিবাদ হয়েছে।