ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. হাবিল উদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হাবিল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি এলাকার বাসিন্দা এবং বিলাল উদ্দিনের ছেলে।
যুবকের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি সীমান্ত এলাকায় গম খেতে পানি দিতে গেলে ভারতের বিএসএফ তার ওপর গুলি চালায়। এতে তার পিঠে গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে হাবিলকে হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে এখনও গুলি রয়েছে। তাকে ২ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসা শেষে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।