কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-৪ গোলের ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় ধরে রাখতে ব্যর্থ হয় কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই আতলেতিকো দারুণভাবে এগিয়ে যায়। মাত্র এক মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে দেন, এরপর ৫ মিনিট পর আঁতোয়ান গ্রিজমান ব্যবধান দ্বিগুণ করেন। তবে বার্সেলোনা দ্রুত ঘুরে দাঁড়ায়। পেদ্রি (১৯ মিনিট), পাউ কুবারসি (২১) ও ইনিওগো মার্তিনেজের (৪১) গোলে প্রথমার্ধে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডফস্কির ৭৪ মিনিটের গোলে ৪-২ ব্যবধান তৈরি হয়।
কিন্তু এখানেই শেষ নয়। ৮৪তম মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোলে আতলেতিকো ব্যবধান কমায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলেকসান্দার সরলথ গোল করে ৪-৪ সমতা ফেরান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্বাভাবিকভাবেই হতাশ। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা ৪-২ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া করেছি। এত সুযোগ তৈরি করেও শেষটা আমাদের জন্য হতাশাজনক হলো।”
অন্যদিকে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে দারুণ উচ্ছ্বসিত, “আমাদের খেলোয়াড়দের দলীয় সংহতি ও লড়াকু মানসিকতা অসাধারণ। ৪-২ থেকে ফিরে আসা সহজ ছিল না, তবে ছেলেরা সেটাই করে দেখিয়েছে।”
এই ড্রয়ের ফলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই দলই সমান সুযোগ নিয়ে মাঠে নামবে। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে, যেখানে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া থাকবে দুই দলই।