বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বিরুদ্ধে এবার মিথ্যা ও প্রতারণার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানিয়েছে সমর্থক গোষ্ঠী ‘সোম উন ক্ল্যাম’। দানি অলমো ও পাউ ভিক্টরের রেজিস্ট্রেশন জটিলতায় দুই তারকার নাম স্কোয়াড থেকে বাদ পড়ায় এই দাবি উঠে।
ওলমো ও ভিক্টরকে যথাসময়ে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় লাপোর্তার নেতৃত্বের সমালোচনা করছেন ভক্তরা। সমর্থক গোষ্ঠীর ভাষ্য, লাপোর্তার সিদ্ধান্তগুলো বার্সার জন্য অপ্রাপ্তবয়স্ক ও অপেশাদার।
এদিকে লা লিগা জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বার্সেলোনা অর্থনৈতিক নিয়ম মেনে বিকল্প কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। এ অবস্থায় ক্লাবের অভ্যন্তরীণ ব্যর্থতার দায়ে সভাপতির পদত্যাগ চেয়ে সমর্থকদের ক্ষোভ চরমে।