আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যা দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলেও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বসেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।
ফর্মহীনতায় ভুগছেন পাকিস্তানের অন্যতম বড় তারকা বাবর আজম। সাইম আইয়ুব ইনজুরিতে পড়ায় তাকে ইনিংস ওপেনিংয়ের বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যা আরও চাপ সৃষ্টি করেছে তার ওপর। তবে এসব নিয়ে মোটেও উদ্বিগ্ন নন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “উদ্বিগ্ন হবেন না। পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে। ইনশা আল্লাহ। আমার কথা লিখে রাখুন।”
বাবর আজম গত ২১ ওয়ানডে ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি, যা তার ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে আমির মনে করেন, বাবরকে তিন নম্বরে ফিরিয়ে আনাই হবে সঠিক সিদ্ধান্ত।
এক সাক্ষাৎকারে আমির বলেন, “বাবরের শক্তির জায়গা তিন নম্বর পজিশন। এখানে সে ভালোভাবেই ইনিংস গড়তে জানে। টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ওপেনারের ভূমিকা এক নয়। ওয়ানডেতে প্রথম ১০ ওভারে দ্রুত রান তুলতে হয়, এরপর জুটি গড়ে খেলতে হয়। বাবর বড় মাপের খেলোয়াড়, তাই তার তিন নম্বরে ব্যাট করাই উচিত।”
পাকিস্তান দলে ফর্মহীনতা ও চাপ থাকলেও মোহাম্মদ আমির আত্মবিশ্বাসী, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণভাবে ফিরবে পাকিস্তান এবং বাবর আজম। এখন দেখার বিষয়, তার এই বাজি সত্যি হয় কি না!