পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার দুয়া জাহরা সম্প্রতি প্রকাশ করেছেন তাঁর ক্রিকেটীয় পছন্দ। তাঁর ‘ক্রাশ’ যে বাবর আজম, সেটি অকপটে স্বীকার করেছেন তিনি।
টিভি চ্যানেল এআরওয়াই জিন্দেগিসের জনপ্রিয় শো ‘দ্য নাইট শো উইথ আয়াজ সামু’-তে অংশগ্রহণের সময় ২৬ বছর বয়সী এই তারকাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনো ক্রিকেটারকে বিশেষভাবে পছন্দ করেন কি না। জবাবে দুয়া স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, বাবর আজম। তাঁকে আমি অনেক পছন্দ করি, এবং কেউ তাঁকে নিয়ে মজা করলে আমার ভালো লাগে না। বাজে মন্তব্য শুনলে মনে হয় হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে।”
দুয়ার এই উক্তি দ্রুতই ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী থাকা এই তারকা ক্রিকেটকে দারুণ ভালোবাসেন। এমনকি, তিনি বলেছেন তাঁর ভবিষ্যৎ জীবনসঙ্গীকেও ক্রিকেটপ্রেমী হতে হবে।
তবে এটি প্রথম নয়, এর আগেও বাবর আজমকে নিয়ে বিনোদন জগতের তারকাদের আগ্রহ প্রকাশ পেতে দেখা গেছে। গত বছর পাকিস্তানের টিভি অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর বলেছিলেন, যদি বাবর তাঁকে বিয়ের প্রস্তাব দেন, তবে তিনি বিনয়ের সঙ্গে না করে দেবেন। তবে এই মন্তব্যের পর বাবরের ভক্তদের সমালোচনার মুখেও পড়েছিলেন নাজিশ।
এদিকে, বাবর আজম এখন পুরো মনোযোগ দিয়েছেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বাবরকে ঘিরে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।