আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বাবর আজম খেলেছেন এক দারুণ ধীরগতির ইনিংস। ৩২১ রানের বিশাল টার্গেটের সামনে, সৌদ শাকিলের অভিজ্ঞতার অভাবে বাবরই দলের দায়িত্ব নেন। কিন্তু তিনি খেলেন ৯০ বলের ৬৪ রানের ইনিংস, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ৫ম ধীরগতির ইনিংস।
এ ইনিংসের মাশুল পাকিস্তানকে দিতে হয়, কারণ স্কোরবোর্ডে রান বাড়ানোর চাপ ছিল। বাবরের এমন ধীরগতির ইনিংস, ২০১৩ সালে নাসির জামশেদের পর পাকিস্তানের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ধীরগতির ফিফটি ছিল। সাকিব আল হাসান, ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৭ বলে ৬৭ রান করে সবার শীর্ষে অবস্থান করছেন।
তবে, তিনজনেরই শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি, যা একটি হতাশাজনক বিষয় ছিল।