সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া চাচা, হেনা কোথায় সংলাপের পর অবশেষে বাপ্পারাজ ও শাবনাজ আবার মুখোমুখি হলেন টাঙ্গাইলে। অভিনেতা নাঈমের সাহেববাড়িতে এক আড্ডায় তারা দেখা করেন, যেখানে আরও ছিলেন ওমর সানী, মিশা সওদাগর, ইমন সাহা, বিপ্লব সাহা, দিঠি আনোয়ার ও কোনাল।
আড্ডার এক পর্যায়ে বাপ্পারাজ রসিকতা করে নাঈমকে জিজ্ঞেস করেন, নাঈম ভাই, হেনা কোথায়। উত্তরে নাঈম বলেন, বাপ্পা, তুমি অনেক দেরি করেছ, হেনা তো আমার সঙ্গেই অনেক আগে বিয়ে হয়ে গেছে।
১৯৯৬ সালের প্রেমের সমাধি সিনেমার সংলাপটি এখনো দর্শকদের মনে গেঁথে আছে। সামাজিক মাধ্যমে এর ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ছবির সংলাপ ও দৃশ্য।