এ বছর শীতের আগমন একটু দেরিতে হলেও, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি শুরু হয়েছে আশ্বিনের শেষ দিক থেকেই। তবে, এ বছর শীতের তীব্রতা অতটা বেশি অনুভূত হয়নি, বলছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা বেড়ে গেলেও, তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা মাঝারি থেকে মৃদু অবস্থায় থাকলেও, রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে, যদিও তীব্র শৈত্যপ্রবাহের কোন বড় আশঙ্কা নেই। আজ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়লেও, তাপমাত্রা কিছুটা বেড়েছে। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮°C, যা গতকালের তুলনায় বেড়েছে। পঞ্চগড়, তেঁতুলিয়া, চুয়াডাঙ্গা, এবং মৌলভীবাজারসহ অন্যান্য শীতপ্রবণ এলাকাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
ঢাকাতেও তাপমাত্রা কিছুটা বেড়ে ১৫°C-এ পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর শীতের দিনগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি ছিল, যা শীতের অনুভূতি কমিয়েছে। তবে জানুয়ারির বাকি সময়টুকুতে শীত বাড়ার সম্ভাবনা রয়ে গেছে, বিশেষত মেঘমালা পরিষ্কার হলে শীত আরও বৃদ্ধি পেতে পারে