ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আবদুল বাছিত মোল্লা বিসিএস প্রশাসন, বাংলাদেশ ব্যাংক ও জুডিশিয়াল সার্ভিসে সফল হয়েছেন। তবে ৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের দ্বিতীয় প্রজ্ঞাপনে তাঁর নাম বাদ পড়েছে, যদিও পূর্বের প্রজ্ঞাপনে ছিল। ২০২২ থেকে সরকারি চাকরিতে যোগ দেওয়া বাছিত এখনও সহকারী জজ হিসেবে কর্মরত।