ক্রিকেট যুদ্ধের ময়দানে একবারও কি লড়াই থেমেছে? না, থামেনি! বাংলাদেশ বনাম ভারতের হাইভোল্টেজ লড়াইয়ে এবারও রোমাঞ্চের ঘাটতি ছিল না। কিন্তু শেষ হাসিটা হেসেছে ভারত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত দেখিয়ে দেয় তাদের ব্যাটিং দাপট। ৪৬.৩ ওভারেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এ যেন এক স্বস্তির রাত ভারতীয় সমর্থকদের জন্য! ‘আজ নিদ্রা ভালো হবে’—এমন অনুভূতি নিয়েই নিশ্চিন্ত ঘুমে যাচ্ছেন তারা। অপরদিকে, বাংলাদেশ দলকে নিয়ে উঠছে নানা প্রশ্ন—কোথায় হারিয়ে গেলো সাকিবদের আগ্রাসন? কেন ব্যাটিং ভরাডুবি?
এ হারে যদিও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বাংলাদেশের, তবে এই পরাজয় নতুন করে পরিকল্পনা সাজানোর বার্তা দিয়ে গেলো টাইগারদের। এখন দেখার পালা, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল!