টানা দুই জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তারা শেষ চারে পৌঁছে গেছে। অন্যদিকে, পাকিস্তান প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তাদের বিদায়ের ঘণ্টা এখনও বাজেনি। কারণ, আজকের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলের ওপর নির্ভর করছে মোহাম্মদ রিজওয়ানদের সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা।
গ্রুপ ‘এ’-তে চার দলের সমীকরণ জটিল হয়ে পড়েছে। যদি বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারায়, তাহলে সবার জন্যই সেমিফাইনালের লড়াই উন্মুক্ত থাকবে। এই পরিস্থিতিতে ২৭ তারিখ আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। কিন্তু নিউজিল্যান্ড জিতে গেলে সব হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে, আর পাকিস্তান সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়বে।
যদি কিউইরা আজ জিতে, তবে তাদের পয়েন্ট হবে ভারতের সমান—৪। অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ ম্যাচে জয় পেলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ২, যা সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই পাকিস্তান সমর্থকদের নজর থাকবে আজকের ম্যাচের দিকে, কারণ বাংলাদেশের জয়ই কেবল তাদের আশা বাঁচিয়ে রাখবে।
পাকিস্তানের সামনে তখন একমাত্র পথ হবে ২৭ তারিখ বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেওয়া। পাশাপাশি, ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। এমন পরিস্থিতিতে রানরেটের হিসাবেই নির্ধারিত হবে কে যাবে শেষ চারে।
অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচে জয় পায় এবং নিউজিল্যান্ড ভারতকে হারায়, তাহলে আরেকটি জটিল সমীকরণ তৈরি হবে। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড— তিন দলের পয়েন্ট হবে ৪, যেখানে নিট রানরেটে এগিয়ে থাকা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফলে বাংলাদেশের জন্যও আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।