২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ১০টি পদক জিতেছে, যার মধ্যে ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক। ২১ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পদক তুলে দেওয়া হয়। স্বর্ণপদক পেয়েছেন আনাড়ি দলের আরিয়েত্তি ইসলাম ও সিরিয়াসলি ক্লুলেস দলের নামিয়া রওজাত।
রৌপ্য পদক পেয়েছেন চারটি দলের সদস্য। ব্রোঞ্জ পদকও পেয়েছেন চারটি দলের সদস্য। বাংলাদেশ থেকে ১০ সদস্যের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়, যা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে হয়।