বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ফাইনালের দিন, মূল পুরস্কার বিতরণীর আগেই আনুষ্ঠানিকভাবে তাকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জায়ান্ট স্ক্রিনে তামিমের ক্রিকেটীয় যাত্রা নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হয়। সেখানে তরুণ তারকা জাকির হাসান, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি তার ক্যারিয়ার নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া একসময়ের সতীর্থ ও বর্তমানে কোচ মোহাম্মদ আশরাফুলও তামিমের অর্জন ও অবদানের কথা তুলে ধরেন।
পরে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে, যারা তামিমকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় তামিমের স্ত্রী ও সন্তানরাও তার পাশে ছিলেন। বিসিবির পক্ষ থেকে তাকে বিশেষ স্মারক জার্সি ও ক্রেস্ট প্রদান করা হয়, যেখানে তার দীর্ঘ ক্যারিয়ারের পরিসংখ্যানও উল্লেখ করা ছিল।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে ৩৮৭টি ম্যাচ খেলেছেন। তার ৪৪৮ ইনিংসে সংগ্রহ ১৫,১৯২ রান, যেখানে রয়েছে ৯৪টি ফিফটি ও ২৫টি সেঞ্চুরি।
এই সংবর্ধনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল বিসিবি।