চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল এখন দুবাইয়ে প্রস্তুতি নিচ্ছে। এদিকে, দেশের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে এক বিশেষ বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
সোমবার আয়োজিত এই বৈঠকে অংশ নিয়েছেন দেশের জাতীয় দলের একাধিক সাবেক অধিনায়ক। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।
সভায় মূলত দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে আমন্ত্রিত এক সাবেক অধিনায়ক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করা, ক্রিকেট কাঠামো আরও মজবুত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিবি কর্তৃপক্ষ ও সাবেক অধিনায়কদের মধ্যে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বোর্ড সভাপতির নেতৃত্বে এমন বৈঠক দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।