আগামী ১১ থেকে ২৪ জানুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ টেনিস দল শ্রীলঙ্কায় যাচ্ছে। টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, ফিলিপাইনসসহ মোট ১৩টি দেশের খেলোয়াড়রা অংশ নেবে।
বাংলাদেশের বালক দলের খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন বিকেএসপির কাব্য গায়েন এবং জাতীয় টেনিস কমপ্লেক্সের আকাশ হোসেন। বালিকা বিভাগের প্রতিনিধিত্ব করবেন হুমায়রা হায়দার জারা ও জান্নাত হাওলাদার। উল্লেখ্য, হুমায়রা সাবেক সাধারণ সম্পাদক হায়দার হোসেনের মেয়ে। অতীতে তার দলভুক্তি নিয়ে কিছু বিতর্ক উঠলেও এবারের নির্বাচনে তিনি তার যোগ্যতার ভিত্তিতেই জায়গা করে নিয়েছেন বলে জানানো হয়েছে।
দলের কোচের দায়িত্বে থাকবেন লেভেল-১ সনদপ্রাপ্ত কোচ রাজনিতা চৌধুরী। বাংলাদেশ দল আগামীকাল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রতিযোগিতার প্রথম পর্ব ১৩ থেকে ১৭ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯ থেকে ২৩ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দল ২৪ জানুয়ারি দেশে ফিরে আসবে। টেনিসপ্রেমীরা এই তরুণ খেলোয়াড়দের কাছে দেশের জন্য ভালো ফলাফল প্রত্যাশা করছেন ।