প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করা প্রয়োজন এবং নির্বাচন কমিশন কাজ করবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।
৫ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদ কার্যক্রমের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করতে কোনো ধরনের ভুল করবে না নির্বাচন কমিশন।
এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকায় মৃত কিংবা ভুয়া ভোটারের অন্তর্ভুক্তি রোধ করতে হবে এবং নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজেও সতর্ক থাকতে হবে।