২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় বাড়লো প্রাণহানি। দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে, ২০২৪ সালে নিহত হয়েছেন ৮,৫৪৩ জন। ২০২৩ সালের তুলনায় দুর্ঘটনা ও প্রাণহানির পরিমাণ ১.৫৪% এবং ৭.৫০% বৃদ্ধি পেয়েছে। সর্বমোট দুর্ঘটনার মধ্যে ৩৬.৬২% মোটরসাইকেলের দুর্ঘটনা। এর পাশাপাশি, রেল ও নৌপথে দুর্ঘটনার পরিমাণও ছিলো যথেষ্ট।
অথচ, সরকারি উদ্যোগের মধ্যে কাঠামোগত পরিবর্তন হয়নি। চালক, মালিক এবং আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের মাঝে দায়িত্বহীনতা, রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও সড়ক দুর্ঘটনার কারণ হয়ে উঠছে।
বিশ্লেষণে উঠে এসেছে যে, গত বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সবচেয়ে বেশি এবং জাতীয় মহাসড়কগুলোতে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। সড়ক নিরাপত্তা উন্নয়নে ১৩টি সুপারিশ তুলে ধরা হয়েছে, যাতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার প্রয়াস চালানো হয়।
এমনকি সিঙ্গাপুরের সড়ক নিরাপত্তা ব্যবস্থার সফলতার দিকে ইঙ্গিত করে, বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন।