ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ শেষে বাংলাদেশের বিমানে উঠবেন জাতীয় দলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী। রোববার সন্ধ্যা বাংলাদেশ সময় শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে লিস্টার সিটির এই মিডফিল্ডারের খেলা শেষ হলেই তার দেশের পথে রওনা হওয়ার কথা।
হামজা চৌধুরীর বাংলাদেশে আসা এবার বিশেষ কারণেই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা এই মিডফিল্ডার প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায়। ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হতে পারে তার।
বাংলাদেশ জাতীয় দল বর্তমানে সৌদি আরবের তায়েফে প্রস্তুতি ক্যাম্প করছে। ১৮ মার্চ তারা দেশে ফিরবে, আর তার আগের দিন ১৭ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন হামজা। ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে নামবেন তিনি, এরপর গ্রামের বাড়ি হবিগঞ্জে যাবেন। সেখান থেকে রাত ৯টার দিকে ঢাকায় এসে পরদিন দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন।
হামজার আগমনের খবর পেয়ে তার নিজ জেলা হবিগঞ্জে শুরু হয়েছে উচ্ছ্বাস। শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে তোরণ, ব্যানার ঝুলছে রাস্তায়। স্থানীয়রা ফুটবলপ্রেমী এই তারকাকে বরণ করতে প্রস্তুত। হামজার পরিবারের সদস্যরাও তার সঙ্গে বাংলাদেশে আসছেন, যাতে তারা মাঠে বসেই তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে ঢাকায় আনুষ্ঠানিক সংবর্ধনা দিতে চাইলেও সিলেট হয়ে আসায় সেটি সম্ভব হচ্ছে না। তবে বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য সিলেটে গিয়ে তাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করেছেন।
১৯ মার্চ বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের কোচ, অধিনায়ক ও হামজা চৌধুরী কথা বলবেন। একই দিন সকালেই হবে দলীয় ফটোসেশন, এরপর বিকেলে অনুশীলনে নামবে পুরো দল।
বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্তের সূচনা করতে চলেছেন হামজা চৌধুরী। তার আগমনে দেশের ফুটবল ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। শিলংয়ে তার অভিষেক ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন, সেটিই এখন দেখার বিষয়।