চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর মঞ্চ প্রস্তুত। বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। তবে শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে সেমিফাইনালে পৌঁছানো টাইগারদের জন্য যে কঠিন হবে, তা একপ্রকার নিশ্চিত।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড—এই চ্যালেঞ্জিং গ্রুপ থেকে মাত্র দুটি দল জায়গা করে নিতে পারবে সেমিফাইনালে। ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর মতে, সে দুটি দল ভারত ও পাকিস্তানই হবে। বাংলাদেশের জন্য শেষ চারে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন তিনি।
শাস্ত্রী বলেন, “আমি ভারত ও পাকিস্তানকেই এগিয়ে রাখছি। পাকিস্তান নিজেদের মাঠে খেলবে, যা তাদের জন্য সুবিধাজনক। ভারতের দল যথেষ্ট শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ। সুতরাং, এই দুই দলেরই সেমিফাইনালে যাওয়া উচিত।”
তবে নিউজিল্যান্ডের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেননি তিনি। বরং কিউইরা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও মন্তব্য করেছেন। আর বাংলাদেশ? শাস্ত্রীর মতে, টাইগাররা অতীতে ভারত-পাকিস্তানকে চাপে ফেললেও, এই কঠিন গ্রুপ থেকে বেরিয়ে আসাটা তাদের জন্য প্রায় অসম্ভব।
বাংলাদেশের গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। শক্তির বিচারে কঠিন হলেও, মাঠের লড়াইয়ে চমক দেখাতে পারে কি শান্তর দল? সময়ই দেবে তার উত্তর।