ভারতের জয় বাংলাদেশের সেমিফাইনাল যাত্রায় তৈরি করেছে নতুন একটি কঠিন সমীকরণ। এখন আর বাকি নেই অনেক হিসেব। বাংলাদেশকে আগামী দুই ম্যাচ জিতলেই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। তবে, নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে আপাতত বাংলাদেশের জন্য প্রয়োজন দুটি ম্যাচে জয়।
তবে সহজ হিসেবের বাইরে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশেষত, নিউজিল্যান্ডের ফর্মের দিক থেকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে হারলে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে এবং ২৭ ফেব্রুয়ারির ম্যাচ কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হবে।
যদি নিউজিল্যান্ড আজ জেতে, তাদের পয়েন্টও ৪ হবে। পরবর্তীতে বাংলাদেশ যদি শেষ ম্যাচে জিতেও, তাদের পয়েন্ট হবে ২, তখন সেমিফাইনালের আশা কার্যত শেষ। পাকিস্তানও তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে, কারণ যদি বাংলাদেশ জেতে, তখন সেমিফাইনালের ক্ষীণ আশা তাদেরও বাঁচবে।
সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য আজকের জয় অত্যন্ত জরুরি। এরপর পাকিস্তানের বিপক্ষে জয়ের সাথে সাথে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য। তবে এসব হিসেবের আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।