নারী ফুটবলের চলমান সংকট নিয়ে বাফুফে গতকাল জরুরি সভা করেছে এবং এক বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। আগামীকাল বাফুফে ভবনে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
ইমরুল হাসান নারী ফুটবলের অবদানকে সম্মান জানিয়ে বলেন, “মেয়েরা বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে এর পরও বাংলাদেশের ফুটবল কখনোই কারো কাছে জিম্মি হতে পারে না। আমরা আশা করছি যে, এই সংকট সমাধান করতে পারব।”
তিনি আরও বলেন, “ফুটবল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সব পক্ষকে একত্রিত করে প্রকৃত তথ্য জানতে আমরা সংকটের সমাধানে এগিয়ে যাব।”
এই কমিটির দায়িত্ব এক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও, ইমরুল হাসান বলেন, “প্রথম সভা শুরু হলে দেখে নেব কতদিন সময় লাগবে সমস্যার সমাধান করতে।”