২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিনটি অবস্থান নিচে নেমে ১০০তম স্থানে রয়েছে। এই অবস্থান অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট বর্তমানে বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমে বর্তমানে ৪০টি দেশে ভিসা-ফ্রি বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশাধিকার পাওয়া যায়, যা গত বছরের তুলনায় দুইটি দেশ কম। পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন লিবিয়া এবং ফিলিস্তিনের সঙ্গে একসাথে, গত বছর যেখানে ৯৭তম অবস্থানে ছিল, যা উত্তর কোরিয়ার সাথে শেয়ার করা হয়েছিল। দক্ষিণ এশিয়ায়, মালদ্বীপ ৫৩তম স্থানে রয়েছে, ভারত ৮৫তম, পাকিস্তান ১০৩তম এবং নেপাল ১০১তম অবস্থানে রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় পাসপোর্টগুলোর মধ্যে সিঙ্গাপুর প্রথম স্থান অধিকার করেছে, যার পাসপোর্ট ১৯৫টি দেশে ভিসা-ফ্রি প্রবেশাধিকার দেয়।