নাজমুল হোসেন শান্ত আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই প্রশ্ন উঠেছে—তার উত্তরসূরি কে হবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও নতুন অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, তবে খুব শিগগিরই ঘোষণা আসবে। ইতোমধ্যে দলে থাকা কয়েকজন ক্রিকেটার অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন, তাদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়ার চেষ্টা করব।”
বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে লিটন দাস এগিয়ে রয়েছেন। তবে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নামও আলোচনায় রয়েছে। তাদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রেখে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। তবে বোর্ডের ইঙ্গিত অনুযায়ী, খুব শিগগিরই সমর্থকরা নতুন অধিনায়কের নাম জানতে পারবেন।