বাংলাদেশের কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং দীর্ঘ সময় ধরে আরচ্যারি খাতে কাজ করছেন। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার এক ইমেইল বার্তায় বিশ্ব আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিলেন আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের খবরটি জানান।
চপল এর আগে বিশ্ব আরচ্যারিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং গত বছর তিনি দ্বিতীয়বারের মতো বিশ্ব আরচ্যারি ইলেকটোরাল বোর্ডে সদস্য মনোনীত হন। এছাড়া, তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন।