বলিউড ইন্ডাস্ট্রির চার জনপ্রিয় তারকা—কপিল শর্মা, রাজপাল যাদব, রেমো ডি’সুজা ও সুগন্ধা মিশ্রা সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। হুমকির ঘটনাটি মুম্বাইয়ের অম্বোলি থানায় রিপোর্ট করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ইমেইলের মাধ্যমে প্রেরিত এই হুমকি বার্তায় বলা হয়েছে, “আপনার সাম্প্রতিক কার্যকলাপ আমরা পর্যবেক্ষণ করছি। এটি কোনো প্রচারণা নয়, সতর্কবার্তা হিসেবে বিবেচনা করুন।” বার্তাটি ‘বিষ্ণু’ নামক প্রেরকের পরিচয়ে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ইমেইলটি পাকিস্তান থেকে এসেছে।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজপাল যাদব প্রথমবার এ ধরনের একটি হুমকি ইমেইল পান, যেখানে কপিল শর্মা এবং তার দলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব এ বিষয়ে থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, কপিল শর্মার শো সালমান খানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হওয়ায় এই হুমকি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কপিল শর্মা এবং তার দলকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। পুলিশ ইমেইল প্রেরণকারী আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নিশ্চিত করেছে যে এটি পাকিস্তান থেকে পাঠানো। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়া হয়েছে।
এই ঘটনায় পুরো বলিউড ইন্ডাস্ট্রি আতঙ্কিত। সাইফ আলী খানের ওপর সাম্প্রতিক ছুরিকাঘাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এ ধরনের হুমকি নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে সেলিব্রিটিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।