২০২৫ সালে বলিউডে মুক্তির জন্য প্রস্তুত বেশ কিছু বড় বাজেটের সিনেমা, যেগুলোকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উন্মাদনা বেড়ে গেছে। বছরের শুরু থেকেই এসব সিনেমার ট্রেলার এবং খবর ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বড় বড় উৎসব এবং ছুটির মৌসুমে মুক্তি পেতে চলেছে। এবার জানব, কোন তারকার সিনেমা দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হবে।
‘হাউসফুল ৫’: অক্ষয় কুমারের জনপ্রিয় কমেডি সিরিজের পঞ্চম কিস্তি মুক্তি পাবে ৬ জুন। ছবিতে অক্ষয়ের পাশাপাশি অভিষেক বচ্চন, ফরদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নার্গিস ফকরি অভিনয় করেছেন।
‘ইমারজেন্সি’: কঙ্গনা রনৌত পরিচালিত ও অভিনীত এই সিনেমা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি ১৭ জানুয়ারি মুক্তি পাবে, যদিও এর ট্রেলার বিতর্কের সম্মুখীন হয়েছিল।
‘ছাবা’: ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি মুক্তির তারিখ ১৪ ফেব্রুয়ারি। এটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনভিত্তিক সিনেমা, যেখানে রাশমিকা মান্দানা তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।
‘রেইড ২’: অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ‘রেইড’-এর সিক্যুয়েল মুক্তি পাবে ১ মে। নতুন এ সিনেমায় অজয়ের সঙ্গে ইলিয়ানা ডি’ক্রুজ, সৌরভ শুক্লা এবং অন্যান্য তারকারা থাকবেন।
‘ওয়ার ২’: হৃতিক রোশন ও টাইগার শ্রফের অভিনীত এই সিনেমা ১৫ আগস্ট মুক্তি পাবে, যা দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে।
‘সিকান্দার’: সালমান খান এবং রাশমিকা মান্দানার অভিনীত এ সিনেমা ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে। এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বর মাসে আসবে ‘আলফা’, একটি গুপ্তচরের গল্প নিয়ে নির্মিত সিনেমা।
এছাড়া, ‘লাহোর ১৯৪৭’, ‘আলফা’, এবং অন্যান্য সিনেমা একে একে মুক্তি পাবে, যেগুলোতে অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত পারফরম্যান্স আশা করা হচ্ছে। ২০২৫ সালের বক্স অফিসে দর্শকরা কার সিনেমার দিকে চোখ রাখবে, সেটা এখনো নির্ধারণ হয়নি।