বলিউড তারকাদের ঝগড়া ও মনোমালিন্য যেন নিত্যনতুন চর্চার বিষয়। বিশেষ করে নায়িকাদের মধ্যকার দ্বন্দ্ব, যা একদিকে তাদের প্রতিযোগিতার প্রতিচ্ছবি, অন্যদিকে সম্পর্কের ভঙ্গুরতাও প্রকাশ করে। যদিও ক্যামেরার সামনে হাসিমুখে বন্ধুত্বের অভিনয় করেন, ভেতরে ভেতরে এই সম্পর্কগুলোতে অনেক সময়ই থাকে ঠান্ডা যুদ্ধ।
বিপাশা বসু বনাম কারিনা কাপুর খান
‘আজনবি’ সিনেমার শুটিংয়ের সময় বিপাশার সঙ্গে কারিনার মনোমালিন্যের খবর বলিউড প্রেমীদের জানা। বিপাশার প্রতি সকলের মনোযোগ কারিনার সহ্য হয়নি। একবার বিপাশাকে ‘কাল্লি বিল্লি’ বলে সম্বোধন করেছিলেন কারিনা, যা নিয়ে চটে যান বিপাশা।
ক্যাটরিনা কাইফ বনাম আনুশকা শর্মা
ক্যাটরিনা ও আনুশকার মনোমালিন্যের সূত্রপাত একটি মেকআপ আর্টিস্টকে কেন্দ্র করে। আনুশকা ১৫ দিনের জন্য মেকআপ আর্টিস্টকে নিয়ে যেতে চাইলে, ক্যাটরিনা বাধা দেন। যদিও পরবর্তীতে ‘জিরো’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা।
সোনম কাপুর আহুজা বনাম ঐশ্বরিয়া রায় বচ্চন
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হন ঐশ্বরিয়া। এরপর থেকে তাদের সম্পর্ক আর আগের মতো ছিল না।
কারিনা কাপুর খান বনাম প্রিয়াঙ্কা চোপড়া
‘এইতরাজ’ সিনেমা থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব আরও বাড়ে। একবার কারিনাকে প্রিয়াঙ্কা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রিয়াঙ্কার অস্তিত্ব আছে কিনা, আমি জানি না।”
সোনম কাপুর আহুজা বনাম দীপিকা পাড়ুকোন
‘ওম শান্তি ওম’ সিনেমার সাফল্যের পর দীপিকা জনপ্রিয়তা পান, কিন্তু ‘সাওয়ারিয়া’ ব্যর্থ হওয়ায় সোনমের মধ্যে ইগোর টানাপড়েন শুরু হয়।
প্রিয়াঙ্কা চোপড়া বনাম ক্যাটরিনা কাইফ
একটি ফ্যাশন শোতে কে শো-স্টপার হবেন, তা নিয়ে শুরু হয় মনোমালিন্য।
ঐশ্বরিয়া রায় বচ্চন বনাম রানি মুখার্জি
‘চলতে চলতে’ সিনেমার জন্য ঐশ্বরিয়ার জায়গায় রানি মুখার্জিকে নেয়া হয়। এতে ঐশ্বরিয়া ক্ষুব্ধ হন এবং তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হয়।
কঙ্গনা রানাউত বনাম প্রিয়াঙ্কা চোপড়া
‘ফ্যাশন’ সিনেমার লিড নায়িকা কে, তা নিয়ে দুই তারকার মধ্যে তর্ক হয়। যদিও পরে তারা সুসম্পর্ক তৈরি করেন।
বলিউডে তারকাদের প্রতিযোগিতার গল্প যেমন চিত্তাকর্ষক, তেমনি তাদের সম্পর্কের এই টানাপড়েন অনেক সময় চর্চার বিষয় হয়ে ওঠে।