বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এখনও নিজের সুরেলা হাসি আর অনবদ্য অভিনয়ে দর্শকদের হৃদয়ে জায়গা ধরে রেখেছেন। সাম্প্রতিক এক অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার এবং বলিউডের বর্তমান প্রজন্মের প্রতি তাঁর অভিজ্ঞতা ও মুগ্ধতার কথা শেয়ার করেন এই তারকা।
মাধুরী বলেন, “নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। তাঁরা অত্যন্ত পেশাদার, কাজের প্রতি আন্তরিক এবং সময়ের মূল্য বুঝতে জানেন। তাঁদের থেকে শেখার অনেক কিছু আছে। আজকের দিনে কাজের প্রতি তাঁদের নিয়মানুবর্তিতা সত্যিই প্রশংসনীয়।”
বর্তমান বলিউডে নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাধুরী দীক্ষিত অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, “একসময় নারীদের শুধুমাত্র সৌন্দর্যের জন্য পর্দায় রাখা হতো। কিন্তু আজকের চিত্রনাট্যে নারীদের কেন্দ্রীয় চরিত্রে তুলে ধরা হচ্ছে। ‘জিগরা’র মতো ছবিগুলো এর বড় উদাহরণ, যেখানে বোন তার ভাইকে উদ্ধারে সাহসী ভূমিকা পালন করছে।”
মাধুরী আরও বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কিছু পরিচালক আছেন, যাঁরা সৃজনশীল এবং সাহসী চিত্রনাট্যের পথে হাঁটছেন। তবে এ ধরনের আরো পরিচালকের প্রয়োজন আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো অনেক ক্ষেত্রে বদল প্রয়োজন।”
বলিউডের নতুন প্রজন্মের প্রতিভা সম্পর্কে মাধুরী বলেন, “জেন-জিরা সত্যিই স্মার্ট। তাঁদের জ্ঞান ও জীবনবোধ আমাকে মুগ্ধ করে। সোশ্যাল মিডিয়া তাঁরা অসাধারণভাবে কাজে লাগাচ্ছে। আমার ছেলেরাও এই প্রজন্মের অংশ, তাঁদের থেকে প্রতিদিন নতুন কিছু শিখি।”
অভিনয় জীবনে অনেক তারকার সঙ্গে কাজ করলেও এখনো তরুণ প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মাধুরী। তিনি বলেন, “অনেক তরুণ অভিনেতা আছেন, যাঁরা দারুণ কাজ করছেন। তাঁদের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষা করছি।”
মাধুরী দীক্ষিত বলিউডে যুগে যুগে নিজের স্থান ধরে রেখেছেন। নতুনদের সঙ্গে কাজ এবং নতুন কিছু শেখার জন্য তাঁর এই অদম্য উৎসাহ তাঁকে আজও একজন প্রেরণাদায়ী আইকনে পরিণত করেছে।